স্মরণ সরকার, রাজশাহী: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য অ্যামনেস্টিকে বাংলাদেশ সরকারের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী নগর শাখার কমান্ডার ডা. আবদুল মান্নান, জেলা কমান্ডার ফরহাদ আলী মিয়া, নগর ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, জেলা ডেপুটি কমান্ডার আবুল বাশার প্রমুখ।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে দেশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানানো হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকাণ্ড নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুমকি দিয়েছেন মুক্তিযোদ্ধারা।