রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন কলেজ ছাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টায় অটোরিক্সায় কলেজ যাবার পথে দিনাজপুরের বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের কালির মন্দির মোড়ে একটি মাইক্রোবাস পিছন থেকে অটোকে ধাক্কা দেয়। এতে কলেজ ছাত্রী শাহানাজ পারভীন (১৮) রাস্তায় পড়ে যায় এবং মাইক্রোবাস তাকে চাপা দিলে তার মৃত্যু ঘটে। ঘটনার পর চালক মাইক্রো নিয়ে পালিয়ে যায়। শাহানাজ বীরগঞ্জ উপজেলার বৈরাগীবাজার গ্রামের শাহাজাহান আলীর কন্যা। সে বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বুধবার দুপুর ২টায় দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ডে একটি ইজিবাইককে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ইজিবাইক উল্টে দুমরে-মুচরে যায়। ইজিবাইকের চালক বাবুল (২২), যাত্রী নুর নেসা (১৮), শেফালী (২৪), সাথী (৭) ও হযরত আলী (৫২) আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাসটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে।