রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে কালীমন্দিরে হামলা চালিয়ে দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুর ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। দুর্বৃত্তদের হামলায় ৪ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হাতে তৈরি ৬টি বোমা।
বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের উত্তর মহেশপুর গ্রামের সিংড়া কালীমন্দিরে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এলাকাবাসী, মন্দির কমিটি ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালীমন্দির প্রাঙ্গণে স্থানীয় পালাগান চলাকালীন সময় ১০/১৫ জন দুর্বৃত্ত অতর্কিত মন্দির এলাকায় প্রবেশ করে প্রতিমার মাথা ভাংচুর এবং প্রতিমার অঙ্গে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণ ও ১০ কেজি রুপা নিয়ে যাওয়ার সময় রাম দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ৪ জন আহত হয়।
এ সময় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা ঘটনাস্থলে হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটায়। আহতরা হলেন- আষারু বর্মন (৬৫), ধুনাই বর্মন (৬০), রঞ্জিত কুমার রায় (৫০) ও ননী গোপাল দেবশর্মা (৪০)। মন্দিরে হামলা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি হাতে তৈরি বোমা উদ্ধার করে থানায় এনে নিস্ক্রিয় করেছে।
বৃহস্পতিবার সকালেই দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, ডিআইও-১ মো. রবিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ জানান, হামলাকারীদের গ্রেফতারের জোর চেষ্টা চালানো হচ্ছে। মন্দির কমিটির পক্ষ থেকে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।