বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে তিন লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে কোস্টগার্ড রামগতি কন্টিনজেন্ট অফিসের সামনে প্রকাশ্যে আগুন লাগিয়ে ওই জালগুলো ধ্বংস করা হয়।
এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে মেঘনা নদীর উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ওই জালগুলো জব্দ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কোস্টগার্ড ও মৎস্য বিভাগ মেঘনা নদীর বাংলা বাজার, আলেকজান্ডার, সেবাগ্রাম ও চরআলগীসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। ওই সময় নিষিদ্ধ জাল দিয়ে জাটকা ইলিশ শিকারের সময় জেলেদের কাছ থেকে ছয় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে প্রায় তিন লাখ টাকা মূল্যের ওই জালগুলো কোস্টগার্ড কন্টিনজেন্ট অফিসের সামনে প্রকাশ্যে আগুন লাগিয়ে ধ্বংস করা হয় বলে তিনি আরও জানান।