প্রতিনিধি, শেরপুর: শেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বুধবার পালিত হয়েছে মোহনা টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে পৌর শহরের মোহনা টিভির দর্শক ফোরাম ও মমতাজ উদ্দিন আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে দুপুরে শহরের ওই বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা আবু সাইদ। এ সময় তিনি বলেন, দিন দিন মোহনা টিভির দর্শক বাড়ছে। জনপ্রিয়তার দিক থেকেও মোহনা টিভি অন্যতম স্থান করে নিয়েছে। আমরা মোহনা টিভির জন্মদিনে সাফল্য কামনা করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের পরিচালক মমতাজ উদ্দিন। মোহনা টিভির শেরপুর প্রতিনিধি রেজাউল করিমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনা টিভি শহর দর্শক ফোরামের সভাপতি শাহ মোস্তাসিন বিলাহ শিবলী, অবসরপ্রাপ্ত শিক্ষক সাচ্চু মিয়া, মাই টিভির জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, যায়যায়দিনের প্রতিনিধি রমেশ সরকার, নতুন যুগের প্রতিনিধি শফিউল আযম তুহিন প্রমুখ। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ওই বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীসহ সাংবাদিক ও সুধীবৃন্দ।