হায়দার হোসেন,গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে নতুন জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। এর আগে এ নতুন জাতের ধান চাষাবাদের ওপর কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। শুক্রবার সকালে টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহান কবীর।
পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল জলিল মৃধার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ধান গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক ড. আনসার আলী, বিএডিসির প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান, প্রকল্প পরিচালক ড. জি এম রুহুল আমীন ও গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী বক্তব্য রাখেন। পরে অতিথিরা কৃষাণ-কৃষাণীর মাঝে বোরো ধানের বীজ ব্রি ধান ৫৮, ব্রি ধান ৬৩, ব্রি হাইব্রিড ধান ২ এবং ব্রি হাইব্রিড ধান ৩ বিতরণ করেন।
এ প্রকল্পের মাধ্যমে এ উপজেলার এক হাজার কৃষকের মাঝে এসব উন্নত জাতের বোরো বীজ বিতরণ করা হবে। এ প্রকল্পের মাধ্যমে এ উপজেলার এক হাজার কৃষাণ-কৃষাণীর মাঝে এসব উন্নত জাতের বোরো বীজ বিতরণ করা হবে।