স্মরণ সরকার, রাজশাহী: সড়কে নসিমন-করিমনসহ অবৈধ থ্রী হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহী জেলায় রবিবার ভোর ৫টা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার বিকেলে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী ধর্মঘটের ডাক দেন।
মাহাতাব হোসেন চৌধুরী জানান, এর আগে কয়েক দফা স্থানীয় প্রশাসন সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে দাবি আদায়ের লক্ষ্যে রবিবার ভোর ৫টা থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।