কাউখালীর অপহৃত স্কুলছাত্রী ৪দিন পরে উদ্ধার: ১জন আটক

রবিউল হাসান রবিন কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে এক স্কুল ছাত্রী অপহরণের ৪দিন পর শনিবার সকালে যশোরের কেশবপুর থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে আজিম সরদারকে (২৪)  আটক করেছে কাউখালী থানার পুলিশ।

kaukhali 1
অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে আজিম সরদারকে আটক করেছে কাউখালী থানার পুলিশ

উপজেলার শির্ষা গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলাম ফকিরের মেয়ে রঘুনাথপুর ই.জি.এস শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইসলামকে (১৪) মঙ্গলবার (১০ নভেম্বর) বাড়ি থেকে পাশের ধাবরী গ্রামের চাচা বাড়িতে যাবার পথে পিরোজপুর সদরের বরকত সরদারে ছেলে আজিম সরদারসহ (২৪) চারজন দু’টি মটরসাইকেলযোগে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পরের দিন বুধবার সকালে আসামিরা সুমাইয়ার প্রবাসী পিতা শহিদুল ইসলাম ফকিরের মোবাইল নম্বরে  ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রী সুমাইয়ার মা শিউলী ইসলাম বাদী হয়ে বুধবার ৫জন কে আসামি করে কাউখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে শনিবার যশোরের কেশবপুর উপজেলার কলেজ এলাকা থেকে স্কুলছাত্রী সুমাইয়াকে উদ্ধার করে এবং এ সময়  অপহরণকারী আজিম সরদারকে আটক করে।

কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন জানান, মোবাইল ট্র্যাকিং করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে কেশবপুর থেকে অপহৃত ছাত্রী সুমাইয়াকে উদ্ধার করে। এ সময় মুক্তিপণ দাবিকারী আজিম সরদারকেও গ্রেফতার করা হয়। এর আগে বুধবার  রাতে একই  মামলার আসামি হাসিব সরদারকে (২২) গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.