মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল, সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আজিজুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ৫ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যার ফলে বৈধ একমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাইয়ের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয় পার্টি প্রার্থী (এরশাদ) সৈয়দ নুরুল হক,  স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ ও মো: খোরশেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার ইস্তাফিজুল হক আখন্দ জানান, বিভিন্ন কারণে শুধুমাত্র সৈয়দা সায়রা মহসীন ছাড়া অপর ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.