হায়দার হোসেন, গোপালগঞ্জ: কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে।
সর্বহারা দলের নেতা মেজর (অব.) জিয়াউর রহমান জিয়া পরিচয় দিয়ে এ চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ জানান, বুধবার বিকেল ৩টা ৫৩ মিনিটে তার মোবাইল নম্বরে ০১৭৩-২৭৭৯৬৩০ মোবাইল নম্বর থেকে ফোন করা হয়। ফোনের ওপাশের ব্যক্তি নিজেকে সর্বহারা দলের নেতা মেজর (অব.) জিয়াউর রহমান জিয়া পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চেয়ারম্যান ঘটনাটি লিখিত ভাবে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মিকাইলকে জানান। এ ছাড়া কোটালীপাড়া থানায় একটি জিডি করেন তিনি।
কোটালীপাড়া থানার (বৃহস্পতিবার) ডিউটি অফিসার এএসআই শাহআলম বলেন, ঘটনাটির তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মিকাইল বলেন, ঘটনাটি লিখিত ভাবে চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। আমি তাকে থানায় গিয়ে বিষয়টি আইনগত ভাবে আগানোর পরামর্শ দিয়েছি।