জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতি নারীর মর্যাদা বৃদ্ধি করে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের পাগলাকানাইস্থ এসএম মতলুবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় রাষ্ট্রীয় কার্যক্রম এবং জনগণের অংশগ্রহণ জোরদারকরণ প্রকল্পের আওতায়, নারী পক্ষ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েলফেয়ার এফোর্টস (উই) এ প্রতিযোগিতার আয়োজন করে।
কিশোর দল বিষয়ের পক্ষে ও কিশোরী দল বিষয়ের বিপক্ষে অংশগ্রহণ করে। উভয় পক্ষের পাঁচজন করে তার্কিক বক্তব্য রাখেন। বিতর্ক শেষে কিশোর দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও এসএম মতলুুবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, মানবাধিকারকর্মী ও সাংবাদিক আমিনুর রহমান টুকু প্রমুখ।