হায়দার হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুরে কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান ও মহাসচিব মাসুদ পারভেজের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও নিহত পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান, মহাসচিব মাসুদ পারভেজ, নির্বাহী সভাপতি আতিকুর রহমান, আঃ লতিফ মোল্যা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিশ্বাস, প্রচার সম্পাদক আবু বকর মানিক, কোষাধ্যক্ষ তাজউদ্দিন, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সাইফুল ইসলামসহ বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।