কাউখালীতে চার সংঘর্ষ-হামলায় আহত ১২, মাদকসেবী গ্রেফতার

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীতে আজ এবং গতকাল রাতে পৃথক চারটি হামলা ও সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছে।

এদের মধ্যে আহত নয়জনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পূর্ব শত্রুতা ও মামুলি ঘটনার জের ধরে এসব সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

আজ রোববার সকালে কাউখালী শহরের দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা সাফিয়া বেগমকে (৫০) প্রতিপক্ষের লোকজন তুচ্ছ ঘটনার জের ধরে পিটিয়ে গুরুতর জখম করে। আহত সাফিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় আমড়রাজুড়ী গ্রামের নারী ইউপি সদস্য রিনা মজুমদার ও প্রতিপক্ষ পলাশ মজুমদার পক্ষের মধ্যে পূর্বশত্রুতা নিয়ে ঝগড়া-বিবাদের এক পর্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে রিনা মজুমদার (৩০) ও তার স্বামী নিখিল মজুমদার (৩৫) এবং প্রতিপক্ষের পলাশ মজুমদার (২৫) ও  দিগন্ত মজুমদার (১০) গুরুতর আহত হন। চারজনই হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে নিলতী গ্রামে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুত লাইনের তার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষে তিনজন আহত হয়। আহতরা হলেন কৃষক অনিল হাওলাদার (৩৮), হুমায়ূন কবির (৫০) ও তারিকুল ইসলাম (৪৫)।

এছাড়াও শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বলভদ্রপুর গ্রামের ফরিদ ইজ্জামান (২৩) নামে এক যুবককে অজ্ঞাত সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। আশঙ্গকাজনক অবস্থায় তাকে কাউখালী উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কাউখালীতে ইয়াবাসহ দুই মাদকসেবী গ্রেফতার

কাউখালী পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার চিড়াপড়া সেতুর কাছ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের সঙ্গে কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার বাঁশুড়ি গ্রামের আনোয়ার হোসেন সেন্টু (২৫) ও মোস্তফা কালাম গাজি (৩৫)। কাউখালী থানার উপ পরিদর্শক মো. ইউসুফ জানান, এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়ছে। অভিযুক্ত দুই মাদকসেবীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.