ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি মো. ছামিউল ইসলামকে (২৮) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।
সুন্দরগঞ্জের ছাইতনতলা গ্রাম থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করে তাকে গ্রেফতার করে পুলিশ। ছামিউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদনাথ (ছাইতনতলা) গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া জানান, ছামিউল ইসলাম চার পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছামিউলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত ও শিবিরকর্মীরা বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হামলা চালায়। ওই দিন বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে সহস্রাধিক সশস্ত্র জামায়াত-শিবিরকর্মী ঢুকে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।