আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেছেন সরকারি-বেসরকারি সকল বিভাগের তথ্য জানার অধিকার সকলেরই আছে। কোথাও তথ্য পেতে হয়রানির শিকার হলে তার প্রতিকারের ব্যবস্থাও আছে তথ্য অধিকার আইনে। এ আইনটি যথাযথ ভাবে ব্যবহার হলে প্রশাসনে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরে আসবে।
তথ্য কমিশনার আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে তথ্য অধিকার অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনির সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ওসি মজিবুর রহমান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, শিক্ষা অফিসার মাহবুব জামানসহ অন্যরা।
সভায় তথ্য অধিকার আইন ও এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।