আজিজুল ইসলাম, মৌলভীবাজার: জেলার রাজনগর উপজেলা থেকে যুদ্ধাপরাধের অভিযোগে মৌলানা আকমল আলীকে (৭৮) গ্রেফতার করেছে পুলিশ।
আকমল আলীসহ চারজনের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচগাঁও গ্রমা থেকে আকমল আলীকে আটক করা হয়। তিনি মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারি পরোয়ানা জারির পর মৌলানা আকমল আলীকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রাম থেকে বিকেলে আটক করা হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হলো।
এর আগে রাজনগর উপজেলা থেকে মুন্সীবাজার ইউনিয়নের গয়াসপুর থেকে মো. উজের আহমদ (৬০) ও সোনাটিকি গ্রামের ইউনুছ আহমদ (৭১) নামের দুজনকে যুদ্ধাপরাধের অভিযোগে আটক করা হয়।