মিলন কর্মকার রাজু, কলাপাড়া পটুয়াখালী): কলাপাড়া শহর সংলগ্ন নাচনাপাড়া রাখাইন পল্লীতে অভিযান চালিয়ে ৯০টি ইয়াবা ট্যাবলেটসহ চিশীর (২৭) এক রাখাইন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ওসি মো. আজিজুর রহমান জানান, গ্রেফতারকৃত চিশরীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।