রতন সিং, দিনাজপুর: ৩০ নভেম্বর সোমবার থেকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৬ শিক্ষা বর্ষের প্রথমবর্ষ অনার্সের ভর্তি পরীক্ষা শুরু হবে।
এক হাজার ৯৫০টি আসনের জন্য বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৫৮ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন।
হাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস জানান, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ২০টি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, এ ইউনিটে ৬০৫টি আসনের বিপরীতে ১২ হাজার ৩০৪ জন, বি ইউনিটের ২১০টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮২ জন, সি ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৭৫৩ জন, ডি ইউনিটের ২২০টি আসনের বিপরীতে ৮ হাজার ৮৩১ জন, ই ইউনিটের ৩৫টি আসনের বিপরীতে ৯৮১ জন, এফ ইউনিটের ৩১০টি আসনের বিপরীতে ৫ হাজার ৫১৪ জন এবং জি ইউনিটের ৩৩০টি আসনের বিপরীতে ৯ হাজার ৩৮৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নিবেন।
পরীক্ষা হলের সকল ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস (ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন) সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা ও সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টায় ‘এ’ ইউনিট এবং দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা ও সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের এবং দুপুর ২টা থেকে বিকেল ৩টা ও ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিতি হবে।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা ও সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের এবং দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘ই’ ইউনিটের এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা ও সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. ভবেন্দু কুমার বিশ্বাস জানান, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, আজ শনিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষার দিন তা সঙ্গে আনতে হবে।