মাছ মেরে শত্রুতা উদ্ধার

রেজাউল করিম বকুল, শেরপুর:  পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ ও মাছের খামারে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে। খামারের মাছ হারিয়ে একটি দরিদ্র পরিবার অসহায় হয়ে পড়েছে।

শনিবার ভোররাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার চকবন্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকাবাসী।

fish project destroyed by toxic tablet
খামারের মৃত মাছ দেখছেন গ্রামের লোকজন।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, দীর্ঘদিন যাবত ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উজ্জ্বল মিয়ার সাথে একই গ্রামের  ফরহাদ আলীদের বিরোধ চলছিল। শুক্রবার ফরহাদ আলীরা জোরপূর্বক উজ্জ্বল মিয়ার মাছের খামার সেচতে গেলে তিনি বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় ফরহাদ আলী ও তার সঙ্গে আসা ১৫/১৬ জন লাঠিসোঁটা আর ধারালো অস্ত্র নিয়ে উজ্জ্বল মিয়ার ওপর হামলা চালায়। উজ্জ্বল মিয়া পালিয়ে আত্মরক্ষা করলেও তার পক্ষের মাসুম ও জয়ভানু বেগম নামে দুজন গুরুতর আহত হন।

আহত দু’জনকে শ্রীবরদী সদর ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ ফরহাদ আলী ও তার লোকজন ভোরে উজ্জ্বল মিয়ার মাছের খামারের পানিতে বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে দেয়। এতে দেশি প্রজাতির মাছসহ প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে বলে উজ্জ্বল মিয় দাবি করেন।

উজ্জ্বল মিয়া জানান, এ ব্যাপারে ফরহাদ আলী, এমাজ উদ্দিন, ফরিদ উদ্দিন, শাহজাহান, লুৎফর রহমান, আলফাজ আলী, কুব্বাছ আলী ও আব্দুল করিমসহ ১৫/১৬ জনকে বিবাদী করে মামলা রজু করার প্রস্ততি চলছে।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই আব্দুল ওয়াহাব। তিনি জানান, ঘটনাটির তদন্ত চলছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি করেছে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.