বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: নোয়াখালীতে অস্ত্রসহ পেশাদার দুই ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে র্যাব-১১ এর একটি দল নোয়াখালীর হাসানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মুরাদপুর এলাকার নুরুল ইসলাম নুরু (৩৬) ও সাইফুল ইসলাম (২৮)।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের উপ-পরিচালক (এএসপি) মো. আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশে তৈরি দুটি এলজি, তিনটি ছোরা ও একটি চাপাতিসহ পেশাদার দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে নুরুল ইসলামের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় হত্যা, ডাকাতি ও অপহরণসহ চারটি মামলা ও সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গ্রেফতারকৃতদের সোনাইমুড়ী থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. হানিফুল ইসলাম জানান, দুই ডাকাতকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।