প্রতিনিধি, রাজশাহী: জামিনে মুক্তি পাওয়ার পর রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ ও মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার পারুল আবারও আটক হয়েছেন।
আজ সন্ধ্যায় রাজশাহী কারাগারের প্রধান ফটক থেকে তাকে নগর গোয়েন্দা পুলিশ আটক করে। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ৫ জানুয়ারি নগরীর কাদিরগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করে। তদন্ত শেষে এ বছরের ১৬ মে পুলিশ ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে।
মামলায় প্যানেল মেয়র নুরুন্নাহার বেগম এজাহারভুক্ত আসামি না থাকলেও অভিযোগপত্রে তার নাম অর্ন্তভুক্ত করে পুলিশ। গত ১২ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানান নুরুন্নাহার বেগম। তবে আদালতের বিচারক আলতাফ হোসেন জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান।
আজ উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি। এরপরই কারাগারের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।