প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদার।
আজ বুধবার বিকেলে সাড়ে ৪টায় সহকারী রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা এবিএম সিদ্দিকুর রহমানের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এ সময় কলাপাড়া উপজেলা
এসময় বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার, ব্যবসায়ী এস এম মঞ্জুরুল আহসান, প্রবীণ নেতা মোজাম্মেল হক মুন্সীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভার বিএনপি সমর্থিত ১৪ জন কাউন্সিলর প্রার্থীও মনোনয়ন দাখিল করেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের বরণ করে নিল নেতা-কর্মীরা
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে কলাপাড়া পৌরসভায় দলীয় মনোনয়ন পেয়েছেন কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল হাওলাদার ও কুয়াকাটা পৌরসভায় মো. আবদুল বারেক মোল্লা।
আজ বুধবার বিকেলে ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে কলাপাড়া আসার পর দলীয় নেতাকর্মীরা মিছিলসহ বিপুল হাওলাদারকে বরণ করে নেন। অন্যদিকে কুয়াকাটায় আবদুল বারেক মোল্লাকে বরণ করে নেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।
কলাপাড়া পৌরসভা থেকে তৃণমূলের ভোটে বর্তমান মেয়র এসএম রাকিবুল আহসান ও কুয়াকাটা পৌরসভা থেকে মো. মনির ভূইয়ার নাম কেন্দ্রে পাঠানো হলেও তারা কেন্দ্রীয় মনোনয়ন পাননি।