প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী নগরীর বহরমপুর সিটি বাইপাস এলাকায় অটোরিকশার ধাক্কায় ভেকু মণ্ডল (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত ভেকুর বাড়ি বাইপাস এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ভেকু রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।