মীর মনিরুজ্জামান: নেত্রকোনার বারহাট্টা উপজেলার মনাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে (৪২) আজ বুধবার সকালে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
অর্জুন বিশ্বাসের বাড়ি উপজেলার সাওতা ইউনিয়ের রামপুরদশাল গ্রামে।
পুলিশ ও এলকাবাসী জানা গেছে, ওই বিদ্যালয়ের বরাদ্দকৃত উন্নয়ন তহবিলের টাকা ব্যয় করা নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়। এক পক্ষ উন্নয়ন কাজ না করে টাকা আত্মসাৎ করতে চায়। অন্য পক্ষ ওই টাকা দিয়ে উন্নয়ন করতে চায়। প্রধান শিক্ষক ছিলেন কাজ করার পক্ষে। এরই জের ধরে আজ সকালে বিদ্যালয়ে যাওয়া পথে দুর্বৃত্তরা প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে অর্জুন বিশ্বাস মারা যায় । পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ নেত্রকোনা হাসপাতালে পাঠায় ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ফুয়াদ খান বাবুল নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।