শেরপুরের চার পৌরসভার আওয়ামী-বিএনপি প্রার্থী চূড়ান্ত

হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের চার পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে।

আজ বুধবার মনোনীত প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রার্থীরা রিটার্নিং অফিসার কাছে মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেরপুর পৌরসভায় সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নালিতাবাড়ীতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা, নকলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন এবং শ্রীবরদীতে সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

শেরপুর পৌরসভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান আবদুর রাজ্জাক আশীষ মনোনয়ন পেয়েছেন। অন্য তিন পৌরসভায় বর্তমান মেয়ররাই দলীয় মনোনয়ন পেয়েছেন।  নকলায় মোখলেছুর রহমান তারা, নালিতাবাড়ীতে আনোয়ার হোসেন এবং শ্রীবরদীতে আবদুল হাকিমকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

দলীয় সূত্রগুলো জানায়, অনেক নাটকীয়তা আর উদ্বেগ-উৎকন্ঠার পর বর্তমান মেয়র হুমায়ুন কবীর রুমানকে বাদ দিয়ে শেরপুর পৌরসভায় সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বর্তমান মেয়র রুমান শেষ মুহূর্ত পর্যন্ত ঢাকায় অবস্থান করে দলীয় মনোনয়নের ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের কাছে জোর তদবির করেছেন। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সাথে সাম্প্রতিক সময়ের দূরত্ব ও দ্বন্দ্ব তার বিপক্ষে যায়। মেয়র নির্বাচত হওয়ার পর ঠিকাদারি নিয়ন্ত্রণ, শহরে রুমানের সমর্থকদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগে নেতাকর্মীদের মধ্যেই তাকে নিয়ে অস্বস্তি ছিল।

তৃণমুলের মনোনয়ন কমিটি হুইপ আতিকের আস্থাভাজন হওয়ায় রুমানের পালে এবার আর হাওয়া লাগেনি। তাছাড়া গত ৩০ নভেম্বর সোমবার আচরণবিধি লঙ্ঘন করে মেয়র হুমায়ুন কবীর রুমানের নেতৃত্বে দলীয় মনোনয়নের দাবিতে শহরে মিছিল-সমাবেশ করার বিষয়টিও কেন্দ্র ভালোভাবে নেয়নি।

একইভাবে শ্রীবরদী পৌরসভাতেও একেবারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ। তৃণমুলের সভায় এ দুই পৌরসভায় প্রার্থী নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পারায় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয় বলে দলীয় সূত্রে জানা যায়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল সাংবাদিকদের বলেন, নালিতাবাড়ী ও  নকলা পৌরসভা ছাড়া অন্য দুটি পৌরসভায়ই মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়নের ব্যাপারে স্থানীয়ভাবে ঐকমত্য না হওয়ায় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়। সেখানে আলোচনার পর দলীয় প্রার্থী চুড়ান্ত করে তাদের হাতে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক রুবেল বলেন, শেরপুরে নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী এ তিনটি পৌরসভাতেই বর্তমান মেয়র প্রার্থীদের ওপর আস্থা রেখে তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আর শেরপুর পৌরসভায় সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.