বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: নোয়াখালীর তিন সহোদর ভাইকে কুপিয়ে হত্যা মামলার পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে– নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাজীনগর এলাকার মৃত আব্দুল ক্বারীর ছেলে আব্দুল খালেক (৬০), মীর হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৬), আবুল খায়েরের ছেলে মো. তৌহিদুল ইসলাম (২৫) ও মৃত কাজী মজিবর রহমানের ছেলে হারুন অর-রশিদ (৫৪)।
র্যাবের একটি সূত্র জানায়, গত ১৯ জুলাই সোনাইমুড়ীতে প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সহোদর তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে খুন করে। ওই ঘটনায় সোনাইমুড়ী থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর এ হত্যামামলার এজাহারভুক্ত কয়েকজন পলাতক আসামি ঢাকার যাত্রাবাড়ী, কুতুবখালী ও চিটাগাং রোড এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাব সদস্যরা বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ওইসব এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই চারজন গ্রেফতার হয়।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. আলেপ উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাদের সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।