মৌলভীবাজারে মেয়র পদে ২৪ ও কাউন্সিলর পদে ১৮৪ জনের মনোনয়ন দাখিল

আজিজুল ইসলাম, মৌলভীবাজার: আসন্ন পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃৃহস্পতিবার জেলার চার পৌরসভায় মেয়র পদে ২৪ জন ও কাউন্সিলর পদে ১৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উৎসবমুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা স্ব-স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোয়নপত্র জমা দেন।

মৌলভীবাজার সদর পৌরসভায় মেয়র পদে  ছয়জন ও কাউন্সিলর পদে  ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

maulvibazar nominationsবৃহস্পতিবার মেয়র পদে আওয়ামী লীগ  মনোনীত প্রার্থী জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী ওলিউর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী  সৈয়দ মুজাদ্দিদ আলী, সৈয়দ সুজাত আলী, মোস্তফা কামাল ও সেন দেব নিত্য মনোনয়নপত্র দাখিল করেন।

কুলাউড়া পৌরসভায় মেয়র পদে চারজন ও কাউন্সিলর পদে ৫০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।  মেয়র পদের প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম সফি আহমদ সলমান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফি আলম ইউনুছ, জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মুহিবুর রহমান।

এছাড়াও সাধারণ ওয়ার্ডে ৪১ জন ও সংরক্ষিত ওয়ার্ডে নয়জনসহ মোট ৫০ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সীমান্তবর্তী বড়লেখা উপজেলায় মেয়র পদে সাতজন ও কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।  মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মীর মুজিবুর রহমান, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নুর উদ্দিন ও রায়না বেগম, স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদ মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়াও সাধারণ ওয়ার্ডে ৩৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১২ জনসহ মোট ৪৮ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে সাতজন ও কাউন্সিলর পদে ৪০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন জমাদানের শেষ দিনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবু ইব্রাহীম জমসেদ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  জুয়েল আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী প্রভাষক নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাছিন আফরোজ চৌধুরী, জাকারিয়া হাবিব বিপ্লব ও সমাজ সেবক মাসুক মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও সাধারণ ওয়ার্ডে ৩০ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১০ জনসহ মোট ৪০ জন কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.