আব্দুল্লাহ আবু এহসান , মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় তিনজন ও ধনবাড়ী পৌরসভায় পাঁচজন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মধুপুর উপজেলার নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, মধুপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ’লীগ মনোনীত পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান মেয়র সরকার সহিদুর ইসলাম ও চরমোনাই পীরের ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের হারুন অর রশিদ।
এ পৌরসভায় নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি জানান, এ পৌরসভায় মেয়র পদে বাংলাদেশ আ’লীগের মনোনীত বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বিএনপি মনোনীত পৌর বিএনপির আহবায়ক এসএমএ ছোবহান, জাতীয় পার্টির (এ) অধ্যক্ষ ফেরদৌস আহম্মেদ পিন্টু, আ’লীগের বিদ্রোহী বর্তমান কাউন্সিলর জহুরুল হক বকল ওরফে হেলাল বকল ও তার সহোদর বড় ভাই সাইফুর ইসলাম বকল মনোনয়ন জমা দিয়েছেন।
এ পৌরসভায় কাউন্সিলর পদে নয়টি সাধারণ আসনে ৩১ জন ও তিনটি সংরক্ষিত আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।