প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর): আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার কাউখালী প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে কাউখালীর সন্ধ্যা নদীর আমরাজুড়ী আবাসন প্রকল্পে আশ্রিত ১৫ জন প্রতিবন্ধীকে মিষ্টিমুখ করান প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খসরু। পরে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।
কচুয়াকাঠি ৫৭ নম্বর কাজী হারুন অর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বিদ্যালয়ে পাঁচ প্রতিবন্ধী শিশু নিয়মিত লেখাপড়া করছে । এ পাঁচ প্রতিবন্ধী শিশু যাতে সহপাঠী অন্য শিশুদের সাথে আনন্দে লেখাপড়া করে জীবন গড়তে পারে এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিথিকা রানী সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খসরু শিক্ষিকা উম্মে সুমাইয়া নয়ন ও কার্তিক চন্দ্র কুণ্ডু।