রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ রাসমেলায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহত ছয়জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন।
মেলার ইজারাদার বাদী হয়ে বিস্ফোরক আইনে থানায় মামলা দায়ের করেছেন।
কান্তজিউ মেলার ভোলানাথ যাত্রার পরিচালক মহাদেব কুমার জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে রাসমেলার ভোলানাথ যাত্রা প্যান্ডেলে পর পর তিনবার বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে রাসমেলার ভিতরে ভোলানাথ নামে একটি যাত্রা প্যান্ডেলে যাত্রা দেখছিলেন বেশ কিছু লোকজন। রাত সোয়া একটার দিকে যাত্রাপালায় পর পর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে সেখান থেকে ছয়জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার দামুদরপুর গ্রামের আবুল হোসেনের পুত্র মোকাদ্দেস (২৩), লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কাশীরামপুর গ্রামের ননীগোপালের পুত্র সাধন রায় (৩৫), দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকার সিরাজুল ইসলামের পুত্র জব্বার (২৮), একই এলাকার করিমের ছেলে সাইদুর (২৭), বীরগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের মিহির দাসের পুত্র উমাকান্ত (২২) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপাড়া মহল্লার মোসলেম উদ্দীনের পুত্র মিঠু (৩০)।
প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন, বিস্ফোরণের শব্দগুলো বেশ প্রকট ছিল। গুরুতর আহত ছয়জন ছাড়াও অনেকে আঘাত পেয়েছেন। বিস্ফোরণের মাত্রা অনুযায়ী ককটেল নয়, বরং অন্য কোন বোমা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নাদের হোসেন জানান, আহত উমাকান্ত দাস, আব্দুল জব্বার ও সাধন রায়ের শরীরে স্প্লিন্টার রয়েছে বলে এক্সরেতে ধরা পড়েছে। তিনি জানান, শরীরের ভিতরে স্প্লিন্টার থাকায় তাদের পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাবে না।
ভোলানাথ অপেরা যাত্রার পরিচালক মহাদেব কুমার জানান, রাত সোয়া সোয়া একটায় যাত্রায় নাচ প্রদর্শনের সময় দর্শকসারির খড়ের পালার নিচ থেকে পর পর তিনটি বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে লোকজন ছুটাছুটি করে।
এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এগুলো ককটেলজাতীয় বোমা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের আটক করতে রাত থেকেই পুলিশ তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থলে দিনাজপুর সদর ও কাহারোল পুলিশ একযোগে কাজ করছে।
এই ঘটনায় পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কাহারোল থানার ওসি আব্দুল মজিদ জানান। তবে তদন্তের স্বার্থে তিনি আটকদের নাম জানাতে চাননি। মেলার ইজারাদার হারেস উদ্দীন বাদী হয়ে শনিবার বিকেল ৩টায় কাহারোল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং ৫।