প্রতিনিধি, খুলনা: আগামী ১১ ও ১২ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে আনা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। তবে প্রযোজ্য ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
সভায় আরো উল্লেখ করা হয়- এবার ভর্তি পরীক্ষার সময় দুটি ভ্রাম্যমাণ আদালত থাকবে। সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
অপরদিকে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে আসন বিন্যাস সম্পন্ন হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রে ০০০১ থেকে ৪৩০০ পর্যন্ত রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে রোল নম্বর ৪৩০১ থেকে ৬১৬৫ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীব বিজ্ঞান স্কুলের এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১২ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুলের এবং বিকেল সাড়ে ৩ টা থেকে ৫টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।