শ্রীবরদী ও নকলায় ৭ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের শ্রীবরদী ও নকলা পৌরসভার সাত মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে আজ রোববার শ্রীবরদী পৌরসভার আলমগীর হোসেন, শহীদুল্লাহ শাহী ও মুক্তিযোদ্ধা ডা. ওয়ালিউজ্জামান আশরাফি লতার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

দলীয় প্রার্থীর প্রত্যয়নপত্র না থাকা কিংবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ১০০ ভোটারের সমর্থনসূচক প্রমাণপত্র সংযুক্ত না থাকায় তাদের মনোনয়পত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে, আয়কর রিটার্ন দাখিলের সনদ না থাকায় নকলা পৌরসভার  স্বতন্ত্র মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন আনারের  মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক আকন্দ ও আমির উদ্দিনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য দাখিল করা সংযুক্ত ১০০ ভোটারের সমর্থনসূচক প্রমাণপত্র যাচাইকালে সত্যতা না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়।

বাছাইয়ে শ্রীবরদী পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে ৪ নং ওয়ার্ডে আব্দুল কাদেরের মনোনয়নপত্রে অসঙ্গতি ও টিআইএন নম্বর না থাকায় এবং ৮ নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন কমলের হলফনামায় অসম্পূর্ণ তথ্য ও আয়কর সনদ না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নকলা পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২ নং ওয়ার্ডের আব্দুল জলিলের মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে বাতিল হয়েছে বলে নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাকসুদ আলম জানিয়েছেন। এতে এ ওয়ার্ডের অপর প্রার্থী মো. জরিপ হোসেন বিনপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন।

নকলার এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মাত্র দুজন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.