আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ছয়জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার শামীম আরা রিনি জানান, আওয়ামী লীগ মনোনীত খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও বিএনপি মনোনীত এসএসএ ছোবহানের মনোনয়নপত্র টিআইএন সনদ না দেয়ার জন্য এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম বকলের মনোনয়নপত্র ১০০ ভোটারের স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়েছে।
এ পৌরসভায় মেয়র পদে শুধু মাত্র জাপা (এ) প্রার্থী অধ্যক্ষ ফেরদৌস আহমেদ পিন্টু ও স্বতন্ত্র প্রার্থী জহুরুল হক বকলের মনোনয়ন বৈধ ঘোষাণা করা হয়েছে।
এ ব্যপারে খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন দাবি করেন, বার ডিজিটের টিআইএন নম্বর, সর্বশেষ কর পরিশোধের রশিদ, রিটার্ন দাখিলের কপি ও টিআইএন সনদের প্রত্যয়নপত্র মনোনয়নের সাথে দেয়ার পরও হয়রানিমূলকভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়া নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৩১ জনের মধ্যে ছয়জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন ২ নং ওয়ার্ডের মো. জাকারিয়া বকল, ৪ নং ওয়ার্ডের মো. শহিদুল্লা ও মো. মীর আব্দুর রাজ্জাক, ৫ নং ওয়ার্ডের মো. ফজলুল হক, ৮ নং ওয়ার্ডের মো. আনোয়ার হোসেন এবং ৯ নং ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম বাদশা।
অপরদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জনের মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন ১-২-৩ নং ওয়ার্ডের লাইলি বেগম, ৪-৫-৬ নং ওয়ার্ডের রহিমা বেগম ও ৭-৮-৯ নং ওয়ার্ডের রাবেয়া জিলানী।