রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে ডাকাতি করে পালাতে গিয়ে উত্তেজিত জনতার পিটুনিতে এক ডাকাত মারা গেছে।
বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ আমিরুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত আড়াইটায় সশস্ত্র ডাকাতদল খানপুর ইউনিয়নের মৌপুকুর গ্রামের হাসান আলীর বাডিতে ঢুকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ফলে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
ডাকাতেরা প্রায় চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ টাকা, কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয়।
ডাকাতির ঘটনা প্রতিবেশীরা টের পেয়ে মোবাইল ফোনে একে অন্যকে জানালে স্থানীয় লোকজন দলবদ্ধ হয়ে ডাকাতদের ঘিরে ফেলে। পালানোর সময় এলাকাবাসী নাজমুল হক নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। নাজমুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান।
নাজমুল বোচাগঞ্জ উপজেলার মালাগাঁও গ্রামের জহির উদ্দীনের পুত্র।
বাড়ির মালিক হাসান আলী বাদী হয়ে বিরামপুর থানায় মামলা করেছেন।
স্বর্ণের দোকানে চুরি
দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বড়বন্দরে স্বর্ণ দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে।
এই ঘটনায় নৈশপ্রহরীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে বড়বন্দরের নিউ রুপসী জুয়েলারীতে চুরি হয়। জুয়েলারীর মালিক রতন কর্মকার সকালে এসে দোকানে ঢুকে দেখেন দোকানের পিছনে ওয়াল ভাঙা। সিন্দুক কাটা অবস্থায় পড়ে আছে। ভেতর থেকে ৩০ ভরি স্বর্ণালংকারসহ ১ লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।