প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ বলরাম কুমার দে (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে কাউখালী-রাজাপুর সড়কের জয়কুল এলাকা থেকে তাকে আটক করে। বলরাম দে কাউখালীর কুমিয়ান গ্রামের সাধন কুমার দে’র ছেলে।
কাউখালী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার সাথে মোটরসাইকেল চালক বড়-বিড়ালজুড়ি গ্রামের শাহাজাদা হাওলাদার (৪০) পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।