আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ঘে ইউসুফ হোসেন নামে একজন মারা গেছেন। দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরেকজন।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনায় পড়েন তারা।
ইউসুফ হোসেন (৩২) লাবসা গ্রামের আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, ইউসুফ অপর একজনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে সাতক্ষীরা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। লাবসায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউসুফ ঘটনাস্থলে মারা যায়।
তার সহযাত্রী সদর উপজেলার মথুরাপুর গ্রামের শেখ আব্দুর রহমান এসময় মারাত্মক আহত হয়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদ হক শেখ জানান. ইউসুফের মৃতদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।