তিন বিদ্রোহীসহ শেরপুরে মেয়র পদে চূড়ান্ত প্রার্থী ১৩

হাকিম বাবুল, শেরপুর: পৌর নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষে দিনে আজ রোববার শেরপুরের চার পৌরসভায় মেয়র পদে একজন ও সাধারণ কাউন্সিলর পদে পাঁচ প্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যহার করেছেন।

চার পৌরসভায় মেয়র পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৫৩ জন এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় ও জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর রুমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখানে মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিএনপির আব্দুর রাজ্জাক আশিষ ও ন্যাশনাল পিপলস পার্টির মাহবুবুর রহমান। এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন লড়বেন।

নালিতাবাড়ী পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডের বকুল মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখানে মেয়র পদে বিএনপির আনোয়ার হোসেন, আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র আব্দুল হালিম উকিল ও স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম সওদাগর প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে নয়জন প্রার্থী রয়েছেন এখানে।

শ্রীবরদী পৌরসভায় মেয়র পদে তিন প্রার্থী হলেন আওয়ামী লীগের আবু সাইদ, বিএনপির আব্দুল হাকিম ও বিএনপির বিদ্রোহী আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী। সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী রয়েছেন এ পৌরসভায়।

নকলা পৌরসভায় মেয়র পদে তিন প্রার্থী হলেন বিএনপির মোখলেছুর রহমান তারা, আওয়ামী লীগের হাফিজুর রহমান লিটন ও আওয়ামী লীগেরর বিদ্রোহী নূরে আলম সিদ্দিকী উৎপল। এখানে সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নকলা পৌরসভার ২ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বৈধ প্রার্থী মো. জরিপ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.