প্রতিনিধি, লক্ষ্মীপুর: রামগঞ্জ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ওয়ার্ডের দুই নারী কাউন্সিলর প্রার্থী।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার সোমবার তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচিতরা হচ্ছেন- সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী দিলরুবা জাহান রুবি এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর জাহান আরা বেগম।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু ইউছুফ জানান, ওই দুই সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।