প্রতিনিধি, রাজশাহী: ‘সড়কে চাই জীবনের গ্যারান্টি’ স্লোগানে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি থেকে ট্রাকের ধাক্কায় নিহত দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ-সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন সময়ে নিহত সাংবাদিক হত্যাকারী যানচালকদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। কর্মসূচিতে অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান, বিএফইউজের সাবেক সদস্য কাজী গিয়াস, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।