আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): পৌর নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকের মা রাবেয়া খাতুনকে (৭০) বুধবার রাতে পিটিয়ে খুন করা হয়েছে।
একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আনিসুলের সর্মথকরা এ হত্যাকাণ্ড ঘটায়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউন্সিলর প্রার্থী আনিসুলের ভাতিজা ইকবাল এবং ভাগ্নে সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছে। আজিজুলসহ তার সমর্থকদের ছয়টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে ।
জানা গেছে, বুধবার সকালে নির্বাচনী বির্তকে জড়িয়ে পড়ার জের ধরে গফরগাঁও পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুলের সমর্থকরা কাউন্সিলর প্রার্থী আনিসুলের সর্মথক আতিকুলকে রড দিয়ে পেটায়। দুপুর দুইটার দিকে আনিসুলের সর্মথক আতিকুল, বজলু, রতন, মানিক, মোফাজ্জলের নেতৃত্বে ৩০/৩৫ জনের সশস্ত্র লোকজন আজিজুলের বাড়িতে হামলা চালায়।
এ সময় আজিজুলের বাড়িতে তার সর্মথকদের আয়োজিত বিজয় দিবস উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠান চলছিল। হামলাকারীরা কাউন্সিলর প্রার্থী আজিজুল হকসহ তার মা রাবেয়া খাতুন, স্ত্রী অজিফা খাতুন, সর্মথক ছাইফুল, আশরাফুল, মার্জিয়া, মোশাররফ ও তানিয়াকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। হামলাকারীরা দুই ঘন্টা তাণ্ডব চালিয়ে আজিজুল ও তার সমর্থক আশরাফুল, রতন, তাফাজ্ঝল, মোশাররফ, মোজাম্মেলের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
সন্ত্রাসীদের ভয়ে আজিজুল ও তার সমর্থকরা বড়িঘর ছেড়ে পালিয়ে যায়। আনিসুলের সমর্থকরা আজিজুলের বাড়িঘরের চারিদিকে সশস্ত্র পাহারা বসিয়ে আহতদের হাসপাতালে যেতে বাধা দেয়। রাত ৮টার দিকে আজিজুলের বৃদ্ধ মা বিনা চিকিৎসায় বাড়িতেই মারা যায়।
আহত আজিজুল ইসলাম জানান, তার বাড়িতে হামলার সময় অপর কাউন্সিলর প্রার্থী আনিসুলের সর্মথকরা আমার বৃদ্ধ অসুস্থ মাকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে পরে তারা বাড়ি অবরোধ করে রাখায় বিনা চিকিৎসায় আমার মা মারা যায়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আনিসুল হক জানান, আজিজুলের সর্মথকরা আমার নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে আমাকে ও আমার সর্মথক হানিছ মিয়া, হেলেনা খাতুন ও আতিকুলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। এদিকে আজিজুলের বাড়িতে প্রতিপক্ষের হামলার বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, আজিজুলের মায়ের মৃত্যু হামলায় হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে।