মীর মনিরুজ্জমান, নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শুক্রবার আমিনুল ইসলাম নামে এক যুবক খুন হয়েছেন।
আমিনুল (২৬) উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
পুলিশ জানায়, পেরিরচর গ্রামের আমিনুল ও দুদু মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘ বিরোধ চলছিল। আমিনুল মোটরসাইকেলযোগে যাওয়ার পথে সকালে দুদু মিয়া দলবল নিয়ে তার ওপর হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আমিনুল মারা যায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।