আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): ধনবাড়ী পৌরসভা নির্বাচনী ভিজিল্যান্স টিমের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে সকল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আচারণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভিজিল্যান্স টিমের আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনির সভাপতিত্বে সভায় বিভিন্ন পরিপত্রের আলোকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাজমা সুলতানা।
আরো বক্তব্য রাখেন ওসি (তদন্ত) হাসান মোস্তফা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, মেয়রপ্রার্থী (বিএনপি) এস এম এ ছোবহান, অধ্যক্ষ ফেরদৌস আহম্মেদ পিন্টু (জাপা), জহুরুল হক বকল (স্বতন্ত্র), কাউন্সিলর প্রার্থী আ. মজিদ মিন্টু, জুলহাস উদ্দিন, মমতাজ বেগম, আব্দুর রাজ্জাক মেহফুজসহ অন্যরা।
সভায় আচারণবিধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিটার্নিং অফিসার শামীম আরা রিনি, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাজমা সুলতানা এবং ওসি (তদন্ত) হাসান মোস্তফা।
সভায় নির্বাচনী আচারণবিধি ভঙ্গের বিষয়ে প্রার্থীদের বিভিন্ন অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়।