কমলনগরে স্বর্ণের দোকানে ডাকাতি, আটক ২

মো. ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর (লক্ষ্মীপুর): কমলনগরের মুন্সিরহাট বাজারে বৃহস্পতিবার গভীর রাতে  তিনটি স্বর্ণকার (জুয়েলারি) দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতদল ওই তিন দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৪৭ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়।

ডাকাতদের হামলায় আহত হয়েছেন বাজার কমিটির সেক্রেটারি ফারুক মুন্সি। তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডাকাতির সাথে জড়িত সন্দেহে আলমগীর ও শামছু নামের দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা.আলী আহাম্মদের কাছ থেকে জানা যায়, গভীর রাতে ২৫/৩০ জন ডাকাত বাজারে নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে বেঁধে বাজারের ইব্রাহিম, রুবেল ও সুমনের স্বর্ণকার দোকানে হানা দেয়। তারা ওই তিন দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। ডাকাতদের হামলায় বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি ও ওই তিন দোকানঘরের মালিক ফারুক মুন্সি আহত হন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ইব্রাহিমের দোকানের প্রায় ৬০ ভরি স্বর্ণ, ১২০ তোলা রুপা ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা,  সুমনের দোকানের প্রায় ২০ লাখ টাকার ও রুবেলের দোকানের ৩ লাখ টাকার স্বর্ণা লুট করে ডাকাতরা।

কমলরগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ ডাকাতির মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.