আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর নির্বাচনকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকের মাকে পিটিয়ে হত্যার অভিযোগে বৃহস্পতিবার রাতে অন্য কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান,তার ভাতিজা ইকবাল হোসেন ও ভাগ্নে সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, নির্বাচনী বির্তকে জড়িয়ে পড়ার জের ধরে বুধবার দুপুর দুইটার দিকে কাউন্সিলর প্রার্থী আনিসুলের নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল সশস্ত্র লোক কাউন্সিলর প্রার্থী আজিজুলের বাড়িতে হামলা চালায়। এ সময় আজিজুলের বাড়িতে তার সর্মথকদের আয়োজিত বিজয় দিবস উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠান চলছিল। হামলাকারীরা কাউন্সিলর প্রার্থী আজিজুল হকের বৃদ্ধ মা রাবেয়া খাতুনসহ ৭/৮ জনকে রড-লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আজিজুল ও তার সমর্থকরা বড়িঘর ছেড়ে পালিয়ে যায়। আনিসুলের সমর্থকরা আজিজুলের বাড়িঘরের চারিদিকে পাহারা বসিয়ে আহতদের হাসপাতালে যেতে বাধা দেয়। রাত ৮টার দিকে আজিজুলের বৃদ্ধ মা বিনা চিকিৎসায় বাড়িতেই মারা যান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আজিজুল হক বাদী হয়ে কাউন্সিলর প্রার্থী আনিসুলসহ ১৯ জনের নামে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করে।