প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাগমারায় মা ও ছেলেকে হত্যার এক বছর পর পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।
শনিবার রাতে দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে বাগমারার দেউলা গ্রামের আকলিমা খাতুন (৪৫) ও তার ছোট ছেলে জাহিদুল ইসলামকে (২৫) ঘরে ঢুকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
গ্রেফতারকৃতরা হলেন– ক্ষীদ্র লক্ষ্মীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মনিরুল ইসলাম (২১), দেবীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আবদুর রাজ্জাক (২৮), শ্যামপুরের আতাউরের ছেলে আব্দুল্লাহ আল কাফি (২০), লবির উদ্দিনের ছেলে রুহুল আমিন (২৯) ও কাশিপুর গ্রামের ছাদের আলীর ছেলে রুস্তম আলী (২৫)।
তারা জোড়া খুনে সরাসরি অংশ নিয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও নিহত আকলিমা খাতুনের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
পিবিআইয়ের পরিদর্শক আনোয়ার আলী তুহিন জানান, এ ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিকে এখনো আটক করা যায়নি। হত্যাকাণ্ডের উদ্দেশ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদন করবে বলে তিনি জানান।