প্রতিনিধি, খুলনা: খুলনা নগরীর রয়্যাল চত্ত্বরে চিংড়ি ফোয়ারা উদ্বোধন করা হয়েছে। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার এর উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠিত মোনাজাত পরিচালনা করেন কেসিসি মসজিদের ইমাম আলহাজ হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র বলেন, সৌন্দর্যপিপাসু মানুষের চিত্ত বিনোদনের জন্য খুলনাকে সুন্দর পরিচ্ছন্ন আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য নগরীর বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে। নগরীর রাস্তা-ঘাট, ড্রেন নির্মাণের পাশাপাশি নগরবাসীর চিত্ত বিনোদনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুন, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, কাউন্সিলর কে এম হুমায়ুন কবীর, সংরক্ষিত আসনের কাউন্সিলর আনজিরা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষসহ অন্যরা।
এ্যাড ফার্ম ভিশনটেক-এর পৃষ্ঠপোষকতায় খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে রয়্যাল চত্ত্বরে চিংড়ি ফোয়ারার আধুনিকায়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।