রেজাউল করিম বকুল, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে এক হামলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু সাইদের ভাই বাবুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
হামলাকারীরা এসময় বাবুর ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
বিএনপির মেয়রপ্রার্থী আব্দুল হাকিমের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহতরা।
রোববার রাত সাড়ে ১২টার দিকে নির্বাচনী গণসংযোগ থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত তিনজনসহ আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে।
আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাবুকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ ঘটনার পর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের উত্তেজনা চলছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।