প্রতিনিধি, রাজশাহী: পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় গণসংযোগ চালানোর সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ওপর ককটেল হামলা চালানো হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ প্রার্থী আবদুল বারীসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
আওয়ামী লীগ কর্মীরা জানান, সন্ধ্যা সাতটা থেকে আনসার ব্যাটালিয়ন এলাকায় গণসংযোগ করছিলেন আবদুল বারী ও তার সমর্থকরা। সোয়া সাতটার দিকে হঠাৎ করে তাদের লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। এতে আবদুল বারী গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম জানান, তিনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।