প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীর চাপাল নামক স্থানে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী গোয়েন্দা শাখার সদস্যরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জের পূর্ববচন্দই এলাকার মৃত রেজাউল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী গোয়েন্দা অঞ্চলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন জানান, গোদাগাড়ী-ঢাকা মহাসড়কের চাপাল নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো ব-১১-৩২২৮) বাসের গতিরোধ করা হয়। এরপর পেছনের সিটের যাত্রী জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে চার প্যাকেটে মোড়ানো ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।