প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর ১৩টি পৌরসভার নয়টিতে আওয়ামী লীগ প্রার্থী এবং চারটিতে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনিরুল ইসলাম বাবু ১০ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ২৯৮ ভোট।
কাঁকনহাট পৌরসভায় আওয়ামী লীগের আবদুল মজিদ মাস্টার ৫ হাজার ৮০৭ ভোট ও তার নিকটতম প্রার্থী বিএনপির হাফিজুর রহমান হাফিজ পেয়েছেন ৪ হাজার ৪২৮ ভোট।
বাগমারার তাহেরপুর পৌরসভায় আওয়ামী লীগের আবুল কালাম আজাদ পেয়েছেন ৭ হাজার ৮০৫। বিএনপির আবু নঈম শামসুর রহমান মিন্টু ৩ হাজার ২০৩ ভোট পেয়েছেন।
ভবানীগঞ্জে আওয়ামী লীগের আবদুল মালেক মণ্ডল ৬ হাজার ৯ ভোট। বিএনপির আবদুর রাজ্জাক পেয়েছেন ৫ হাজার ৮৫ ভোট।
মুণ্ডুমালায় আওয়ামী লীগের গোলাম রাব্বানী ৬ হাজার ৪৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফিরোজ কবির পেয়েছেন ৪ হাজার ৪৬ ভোট।
মোহনপুরের কেশরহাট পৌরসভায় আওয়ামী লীগের শহিদুজ্জামান শহিদ ৭ হাজার ৩৪৩ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াত সমর্থক হাফিজুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৯৬ ভোট।
দুর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন ৮ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী হাসানুজ্জামান সান্টু জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭২৭ ভোট।
বাঘার আড়ানী পৌরসভায় আওয়ামী লীগের মুক্তার আলী ৫ হাজার ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তোজাম্মেল হক পেয়েছেন ২ হাজার ৭৫০ ভোট।
চারঘাট পৌরসভায় বিএনপির জাকিরুল ইসলাম বিকুল ৭ হাজার ৭৩৭ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নার্গিছ খাতুন পেয়েছেন ৭ হাজার ৩৩০ ভোট।
পবার নওহাটা পৌরসভায় বিএনপির মকবুল হোসেন ১২ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল বারী খান পেয়েছেন ১১ হাজার ৬৭৯ ভোট।
পবা উপজেলার কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের আব্বাস আলী সরদার ৬ হাজার ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ রানা পেয়েছেন ৪ হাজার ৪১৩ ভোট।
পুঠিয়ায় বিএনপির আসাদুজ্জামান ৪ হাজার ৪০২ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রবিউল ইসলাম রবি পেয়েছেন ৪ হাজার ২৩১ ভোট।
তানোরে বিএনপির মিজানুর রহমান ৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইমরুল হক পেয়েছেন ৮ হাজার ৫৮৪ ভোট।